How to build website – Part 2 (কিভাবে ওয়েবসাইট বানানো যায় – পর্ব ২)
HTML কি?: ওয়েবসাইট ডেভেলপমেন্ট শেখার আগে আমরা জেনে নেই HTML এর ইতিহাস। HTML এর পুরো অর্থ হলো: হাইপার টেক্সট মার্কআপ language . সাইন্টিফিক রিসার্চ পেপার এর কাজে ব্যবহার করার জন্য আসলে HTML তৈরী করা হয়েছিল। হাইপার টেক্সট আসলে হচ্ছে যেকোনো ধরনের টেক্সট যা কম্পিউটার স্ক্রিন এ দেখা যায়। যেকোনো ধরনের লিংকড ডকুমেন্ট ও HTML এর সংগায় পড়ে। বর্তমানে ওয়েবসাইট গুলো এইভাবেই চলে। ওয়েবসাইট হচ্ছে অনেক খবরের সমাহার, যেখানে এক ধরনের সাথে অন্যান্য খবর গুলো লিংক করা থাকে। এই ওয়েবসাইট হচ্ছে ইন্টারনেট এর একটা অংশ। সারা দুনিয়া তে ছড়িয়ে থাকা কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক একসাথে যুক্ত হয়ে ইন্টারনেট গঠিত। HTML এর আরেক অংশ হচ্ছে মার্কআপ language যেটা দিয়ে কনটেন্ট এর স্ট্রাকচার তৈরী করা হয়।
HTML এর শুরু তে ডকুমেন্ট টাইপ লিখতে হয়।
ডকুমেন্ট টাইপ হচ্ছে স্ট্রাকচারাল এলিমেন্ট। ওয়েব পেজ এ কোনো কিছু দেখা যায় না। ওয়েব ব্রাউসার কে নির্দেশনা দেয়া হয়, এটি একটি HTML পেজ। ডকুমেন্ট এর সাথে আরো দুইটি স্ট্রাকচারাল এলিমেন্ট দেখব:
এবং
উপরের দুটি এলিমেন্ট ও ওয়েব পেজ এ দেখা যায় না। HTML ডকুমেন্ট এর স্ট্রাকচার এর কাজে ব্যবহার হয়। Head এর ভেতর মেটা, CSS লেখা যায়। Body এর ভেতর HTML এর বাকি সব কিছু লিখতে হয়।
এর পর বডি ট্যাগ এর ভেতর আরো তিনটি এলিমেন্ট দেয়া হলো:
1 2 3 | <header></header><section></section><footer></footer> |