How to build website – Part 1 (কিভাবে ওয়েবসাইট বানানো যায় – পর্ব ১)
ওয়েব ডেভেলপমেন্ট কোর্স এ স্বাগতম। এই কোর্স এর শুরুতে html, css, শেখানো হবে। এর পর PHP, জাভাস্ক্রিপ্ট এর বেসিক শিখব। কোর্স শুরু করতে কোনো অভিজ্ঞতা দরকার নাই। এই কোর্স এর সাথে সাথে আমরা প্রজেক্ট করতে থাকব। কোর্স শেষে freelancer.com, odesk.com কিছু প্রজেক্ট হোম ওয়ার্ক হিসেবে করব।
ওয়েব ডেভেলপমেন্ট – হেডলাইন element
1 2 3 | <h1>Your Name</h1> |
কিভাবে HTML পেজ এ CSS দিয়ে স্টাইল করা যায়:
যেকোনো ওয়েব পেজ এর ফাউন্ডেশন হচ্ছে HTML . আরো বিভিন্ন language আছে যেগুলো ওয়েব ডেভেলপমেন্ট এর কাজে লাগে। ওয়েব পেজ ডেভেলপমেন্ট এর জন্য আমরা css শিখব। css দিয়ে পেজ ফন্ট সাইজ, হাইট, width, টেক্সট কালার এবং আরো অনেক কিছু পরিবর্তন করা যায়। ওয়েব পেজ এর যা কিছু দেখা যায়, সব ডিজাইন css দিয়ে পরিবর্তন করা সম্ভব। HTML এর মতন CSS আমরা ডিটেলস এ পরে দেখব। এখন আমরা একটু CSS দেখব- যাতে একটু আইডিয়া হয় CSS কিভাবে কাজ করে।